June 24, 2021, 12:37 am

creativesoftbd.com

অর্থমন্ত্রীর ছোট ভাই করোনার আক্রান্ত।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে ১৫ জুন কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হন।

শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোলাম সারওয়ার বর্তমানে লালমাই রেডিও স্টেশনের অদূরে দুতিয়াপুরস্থ বাসায় হোম আইসোলেশনে আছেন। বড় ধরনের কোনো উপসর্গ ছাড়াই তিনি সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার