June 22, 2021, 12:19 am

creativesoftbd.com

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতের প্রবণতা

আজকের গবর বিডি.কম ডেস্ক আবহাওয়াঃ- 

গামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ মাঝারী ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রোববার (১২ আগস্ট) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দিনাজপুর, পাবনা,বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়াসহ উত্তারঞ্চলের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে জানায় আবহাওয়া অফিস।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার