June 17, 2021, 8:01 am

creativesoftbd.com

আজ আয়ানের জন্মদিন

আজ আব্দুল্লাহ আল আয়ানের জন্মদিন

শুনেছি পূর্নিমা রাতে এসেছো তুমি
ধরনীর কোলে, সেদিন খুশির হাট বসেছিল
তারা’র দেশে।
তোমার জন্যে পৃথিবীতে আজ আলোর ধারা,
তোমার জন্যে বাগানে আজ ফুলের মেলা,
তোমার জন্যে জোনাক জ্বলে পুকুর পাড়ে,
তোমার জন্যে কাঁচপোকারা গান গায় সুরে সুরে।

দক্ষিণের জানালায় বইছে সুরেলা বাতায়ন,
পাখিদের ঠোটে আজ উল্লাসের মাতম।
বৃষ্টিবিলাসী ধানের ক্ষেতে সবুজের ঢেউ দোলে,
চিরদুঃখি কৃষাণীর মুখে হাসির খৈ ফুটে।
রূপালী চাঁদের মেলা বসেছে তোমার উঠোনে,
নদীর বুকে জোয়ার এসেছে তোমার আগমনে।

আজ আয়ানের শুভ জন্মদিন।
শুভেচ্ছান্তেঃএম.এ রুমান আহমেদ, আরিফা রুমান রিয়া।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার