June 18, 2021, 3:44 pm

creativesoftbd.com

এমন ঈদ চায়নি, বাড়ি ফিরতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হতে হয় – নাহিদুল

এমন ঈদ চায়নি, বাড়ি ফিরতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হতে হয় – নাহিদুল
আন্তর্জাতিক ডেস্কঃ দেশের মানুষ  এমন ঈদ চায়নি, যখন বাড়ি ফিরতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হতে হয়, সমাজের উচ্চ বিত্তের মানুষের জন্য সবকিছুই উম্মুক্ত আছে কিন্তু নিম্নবিত্তের ও শ্রমিকদের জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে, পরিবার পরিজনদের সাথে এক বা দুদিন সময় কাটানোর সুযোগও এই রাষ্ট্রের ক্ষমতাশীল দূর্বৃত্তরা বন্ধ করে দেয়ার চেষ্টায় নেমেছে। হত্যা করে সরকারি সহযোগিতায় চলে যাচ্ছে বিদেশে অথচ গনতন্ত্রের শেষ ভরসা দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার অনুমতি মিলেনি। এভাবে আর কতোদিন, কতকাল চলবে।
           রাত পোহাবে কখন পাঞ্জেরী।।।
কোভিডময় দুনিয়ায় ঈদের আনন্দ ঘরেই হোক পরিবারের সাথে, সুস্থ ও ভালো থাকুন সবাই এই কামনায়, সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা।
নাহিদুল খাঁন সাহেল
চেয়ারম্যান জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন ও সভাপতি জর্জিয়া বিএনপি যুক্তরাষ্ট্র।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার