June 19, 2021, 8:25 am

creativesoftbd.com

কারাগারে খালেদা জিয়ার বিচার সংবিধান সম্মত নয়: ড. কামাল

ঢাকাঃ- কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচার সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালি পোশাকে ছাত্রদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, কোনো সভ্য দেশে এটি হতে পারে না।

যে কোনো ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে থাকবেন না বলেও জানিয়েছেন ড. কামাল।

তিনি বলেন, জাতীয় ঐক্য কিংবা অন্য কোনো দলের সঙ্গে ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে আমরা থাকব না।

বিএনপি জামায়াতকে ছাড়া জোট করবে না, আপনারা জামায়াতের সঙ্গে সেই জোটে থাকবেন কিনা? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ গেলে যেতে পারে, আমার দল যাবে না।

তিনি আরও বলেন, আমি সারাজীবন জামায়াতকে সমর্থন করিনি, এখন করব কেন? বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাতে নেই। এ ছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ২২ সেপ্টেম্বর সমাবেশ  করতে চেয়েছিল তার দল, কিন্তু সরকার তাতে অনুমোদন দেয়নি জানিয়ে তিনি বলেন, এটি কোনো জমিদারিপ্রথা না। সরকার জমিদারিপ্রথা চালু করেছে। কেবল তাদের দলই সমাবেশ করতে পারে।

সংবাদ সম্মেলনে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার