June 23, 2021, 2:30 pm

creativesoftbd.com

কোনাবাড়ী কড্ডা ব্রিজ এর পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।।

কালিয়াকৈর প্রতিনিধিঃ মামুন

আজ সকাল ১০ ঘটিকায় ঢাকা টাংগাইল মহাসড়কের কোনাবাড়ী কড্ডায় এই দূর্ঘটনা ঘটে।প্রত্তক্ষদর্শী দের মাধ্যমে জানা যায় যে দুটি মালবাহী ট্রাক অত্যন্ত দ্রুত গতিতে চলাকালে সামনা সামনি সংঘর্শ হয়।এতে উভয় ট্রাক এর সামনে দুমড়ে মুচড়ে যায়।গাড়ীতে থাকা একজন ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান।এবং অন্য ড্রাইভার এর উভয় পা থেতলে যায়।তবে উভয় গাড়ির হেলপার নিরাপদ আছে।এই ঘটনার পর সড়কে গাড়ী চলাচলে বেঘাত ঘটে।প্রায় আধা ঘন্টা পর পুলিশ রেকার দিয়ে গাড়ী সরিয়ে নিয়ে যায়।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার