June 16, 2021, 7:52 pm

creativesoftbd.com

কোহলিকে টপকে যাওয়ার হাতছানি তামিমেরও

এশিয়া কাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে রানে সবার ওপরে বিরাট কোহলি। তাঁকে টপকে এশিয়া কাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন তামিম ইকবাল

ডান হাতের আঙুলে চোট নিয়ে এশিয়া কাপ খেলতে গেছেন তামিম ইকবাল। এই কদিনে তাঁর আঙুলের অবস্থা কিছুটা হলেও ভালো হওয়ার কথা। ব্যাটিংয়ে পুরো স্বস্তি হয়তো ফিরে পাননি, তবে খুব একটা সমস্যাও হওয়ার কথা না। তামিম শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজের সাম্প্রতিক ছন্দটা ধরে রাখতে পারলেই পৌঁছে যাবেন বিরাট কোহলির আরও কাছে!

এমনকি টপকে যাওয়ার সুযোগও আছে। সেটি এশিয়া কাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের দৌড়ে। এমনিতে এশিয়া কাপে সর্বোচ্চ রান করার রেকর্ডটি সনাথ জয়াসুরিয়ার (১২২০)। লঙ্কান কিংবদন্তির গড়া রেকর্ডের অর্ধেক পথও মাড়াতে পারেননি তামিম। কিন্তু বর্তমান খেলোয়াড়দের রানসংখ্যা বিবেচনায় নিলে তামিম রয়েছেন শীর্ষ পাঁচে।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান কোহলির। ১১ ম্যাচে ৬১৩ রান করেছেন তিনি। এশিয়া কাপে তামিমের রানসংখ্যা ১২ ম্যাচে ৫১৭। ব্যবধানটা মাত্র ৯৬ রানের। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই ম্যাচসহ সেমিফাইনালে ওঠার ভালো সুযোগ থাকায় কোহলিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে তামিমের। বাংলাদেশের এই ওপেনারের সাম্প্রতিক ফর্মও তাঁর পক্ষে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সর্বশেষ তিনটি ওয়ানডে ম্যাচে তামিমের স্কোর ১৩০*, ৫৪ ও ১০৩।

সবচেয়ে বড় সুযোগটি করে দিয়েছেন কোহলি নিজেই—এবারের এশিয়া কাপে অংশ না নিয়ে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ খেলবে ভারত। কোহলির অনুপস্থিতিতে তাই সুযোগটা পেয়ে যাচ্ছেন তামিম। তামিম শুধু একাই নন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার সুযোগ থাকছে শোয়েব মালিক আর মহেন্দ্র সিং ধোনিরও।

এশিয়া কাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে রানে কোহলির পরই শোয়েব মালিক (৫৭৫) ও ধোনি (৫৭১)। তিনে সুরেশ রায়না (৫৪৭) কিন্তু ভারতের স্কোয়াডে তাঁর জায়গা হয়নি।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার