June 18, 2021, 1:54 am

creativesoftbd.com

গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ৪ জনের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, ভোরে কালামপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার