June 21, 2021, 3:53 am

creativesoftbd.com

ছাত্রদল সভাপতি খোকনের আদাবর থানায় জিডি।

নিজস্ব প্রতিবেদক ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফজলুর রহমান খোকনে আদাবর থানা জিডি। জিডিতে উল্লেখ করেন আমি মোঃ ফজলুর রহমান খোকন, গ্রামঃধুনটমোড় থানাঃ শেরপুর, জেলাঃবগুড়া । বর্তমান ঠিকানা ২৩/ক ঢাকা হাউজিং, আদাবর,ঢাকা-১২০৭ ।

এই মর্মে জানাচ্ছি যে বিগত ০৪-০৬-২০২০ আনুমানিক বিকাল ৪.০০ ঘঠিকা সোস্যাল মিডিয়া পেইজবুকে দেখতে পাই, আমার নাম ছবি ব্যবহার করে কে বা কাহারা ফেক আইডি খুলছে।এই সকল আইডির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। অজ্ঞাত ব্যক্তি অসৎ উদ্দেশ্যে হাসিল করার লক্ষ্যে এবং আমার ভাবমূর্তি ক্ষুন করার উদ্দেশ্যে এইসব আইডি খুলছে । নিম্নে পেইজবুক আইডি গুলো লিংক দেওয়া হলো ।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার