July 30, 2021, 2:06 pm

creativesoftbd.com
শিরোনামঃ

ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম: চট্টগ্রাম-হাটহাজারী সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে হাটহাজারীর বায়োজিদ থানার বালুচড়া এলাকায় বালুচড়া মিলের কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে বালুচড়া এলাকায় নগরী থেকে হাটহাজারীমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

বয়োজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার