July 30, 2021, 12:54 pm

creativesoftbd.com
শিরোনামঃ

দুই সিটিতে সেনা মোতায়েন চায় বিএনপি

ঢাকা : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন চায় বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে লিখিত আকারে এ দাবি জানায়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) আগারগাঁয়ে নির্বাচন ভবনে সকাল ১১টার দিকে এ বৈঠক হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।

আগামী ১৫ মে দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার