June 21, 2021, 4:27 am

creativesoftbd.com

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

নরসিংদীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

আহতদের মাধবদী প্রাইভেট ক্লিনিক ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার