July 30, 2021, 2:00 pm

creativesoftbd.com
শিরোনামঃ

নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকের আরোহী নিহত

জেলার মাইজদীতে মালবাহী ট্রাকের চাপায় মো. মহসিন প্রকাশ দিপু (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুঘটনা ঘটে। নিহত মো. মহসিন প্রকাশ দিপু নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামের ইসলাম হাজী বাড়ীর মৃত শফিক উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা শহর মাইজদী থেকে মালবাহী একটি ট্রাক সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি সোনাপুর-মাইজদী সড়কের হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মহসিন দিপুর মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নচতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি আটক করলেও চালক পালিয় যায়।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার