June 21, 2021, 5:03 am

creativesoftbd.com

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় করোনায় ৪ জন আক্রান্ত

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় কর্মরত চারজন।

বৃহস্পতিবার রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই।

তিনি লিখেন, ‘করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিলো। বিশ্ব তখনও এর ভয়াবহতা বুঝে উঠেনি।’

‘অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষেরা পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি।’

‘তাই আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর, তখন দেরি না করে পরীক্ষা করালাম, নিজেরসহ মোট ৯ জনের।’

‘ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট চারজন পজেটিভ। মানে বাকি দুইজন পজেটিভ হয়েও কোন লক্ষ্মণ নেই। আমরা বাকীরা নেগেটিভ।’

সকলের কাছে দোয়া প্রার্থনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন। সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। ভালো থাকুন সবাই।’

শাহরিয়ার আলমের সবার কাছে অনুরোধ জানিয়ে লিখেন, ‘একটা ছোট্ট অনুরোধ, আমার বাসার কাউকে দয়া করে শুধু খোঁজ নেওয়ার জন্য ফোন দিবেন না। তারা সবাই মানসিকভাবে কিছুটা হলেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। নতুন পরিস্থিতিতে খাপখাইয়ে নেওয়ার জন্য ব্যস্ত আছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক কমেন্টে লিখে বা তার কাছে সরাসরি খোঁজ নিতে অনুরোধ করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার