July 30, 2021, 1:07 pm

creativesoftbd.com
শিরোনামঃ
ছবি-ফাইল

প্রধানমন্ত্রী যাচ্ছেন ঠাকুরগাঁও

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন তিনি।

পরে প্রধানমন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় অতিবাহিত করবেন। এরপর বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভায় ৫ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভাষণ শেষে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জনসভার আগে দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় দেড় যুগ পর প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বর্ণিল রঙে সেজেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁও। প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও আসার খবরে প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে জেলাবাসী।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার