June 23, 2021, 7:28 pm

creativesoftbd.com

ফেনীতে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের ৩ আরোহী নিহত

ফেনী পৌর শহরের বারাহিপুর এলাকায় কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। একজনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা সকলেই কাভার্ডভ্যানের যাত্রী।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম উদ্দিন জানান, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তুর্না-নিশিতা ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ফেনীর বারাহীপুর এলাকায় পৌঁছলে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি রেললাইনের পাশে পড়ে যাওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ঘটনার সময় গেইটে গেটম্যান ছিলনা। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কার্ভাডভ্যানটি ফেনী সদর হাসপাতালের ঔষধ নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার