June 23, 2021, 7:30 pm

creativesoftbd.com

বরিশালে বিএনপির ভোট বর্জন, ইসি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করেছে বিএনপি। দুপুর পৌনে বারোটায় নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার। সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। এর আগে সকাল এগারোটার দিকে জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন।
সকাল থেকে বিএনপি বরিশালের বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছে। এজেন্টদের মারধর, কেন্দ্রে অবস্থান করতে না দেয়া, ব্যালট ছিনিয়ে নেয়াসহ নানা অভিযোগ আসে ক্ষমতাসীনদের বিরুদ্ধে।

 

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার