June 24, 2021, 2:04 am

creativesoftbd.com

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন 

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

 

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খানের নির্দেশ দেশব্যাপী সংগঠনের কার্যক্রম অব্যাহত আছে।

আজ (০৬ মে) বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে গ্রামের বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক রুমান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রুমান আহমেদ বলেন বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করায় ধন্যবাদ ও মঙ্গল কামনা করছি। বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার মহতী উদ্যোগে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি উক্ত সাংগঠনের সকল সাংবাদিকদের মাঠপর্যায়ে থেকে সৎ ও নিষ্ঠার সহিত কাজ করার জন্যে আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মুফাদ আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার আহমেদ, অধ্যক্ষ নুরুল আহমেদ।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাওছার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক প্রভাতীর খবর এর থানা প্রতিনিধি সাংবাদিক শামিম আহমেদ তালুকদার । সঞ্চালকের দায়িত্বে ছিলেন দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক প্রভাষক ও সাংবাদিক আমিনুর বিন শরীফ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আফিকুল ইসলাম হেলাল দৈনিক দিনকাল, কোষাধ্যক্ষ মোস্তাক আহমদ সাহেল জয়যাত্রা টিভি, নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল হামিদ দৈনিক আজকের দর্পন।

 

পরিশেষে সভাপতি সাংবাদিক আব্দুস সালাম সমাপনী বক্তব্য প্রদান করে বলেন- একঝাঁক শিক্ষিত ও মেধাবীদের নিয়ে গড়া আমাদের এই বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সংগঠন। এই সংগঠন কারো প্রতিপক্ষ হয়ে কাজ করবে না, সবাইকে সাথে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর এই বাংলাদেশ প্রেসক্লাব। আমরা সকলের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালিত করতে চাই।

পরে সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদের দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার