June 17, 2021, 5:36 pm

creativesoftbd.com

বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়ার বাসায় গেলেন মির্জা ফখরুল

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের বাসায় তার পরিবারকে সান্ত্বনা জানাতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা দিকে মহাখালীতে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকিরের বাসায় যান তিনি।

এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও বনানী থানার সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।   বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুদ্দীন দিদার জানান, দিয়ার বাসায় বিএনপি মহাসচিবসহ অন্যরা প্রায় ২০ মিনিট অবস্থান করেন। এবং তিনি দিয়ার বাবা-মা, ভাইবোনের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল দিয়ার পরিবারকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক এবং সমবেদনার কথা জানান।

বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন,  কারাগারে দেশনেত্রী খালেদা জিয়া এ মর্মান্তিক নির্মম ঘটনার খবর জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জেল থেকে খোঁজখবর নিচ্ছেন।

এ ব্যাপারে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির জানান, ‘কয়েকজন নেতাসহ মির্জা ফখরুল ইসলাম বাসায় এসে আমাদের সান্ত্বনা দিয়েছেন। প্রথমে আমি বাসায় ছিলাম না। তাদের আসার খবর শুনে বাসায় ফিরে দেখা করি। ফখরুল সাহেব বলেছেন, সন্তান তো ফেরত দিতে পারব না। কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি।’

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার