June 17, 2021, 3:08 pm

creativesoftbd.com

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ-সমাবেশ

ঢাকা: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করছে হেফাজতে ইসলাম।

সোমবার (২ নভেম্বর ) সকাল ১০টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেট এলাকায় হেফাজতের হাজার-হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভে অংশ নেন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

হেফাজতের জমায়েতে কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীতবে বাইতুল মোকাররমে আসার পথে সংগঠনের নেতাকর্মীদের পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেতারা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর হেফাজতে আমির নূর হোসেন কাসেমী। দুপুর ১২টায় বাইতুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও করার উদ্দেশে মিছিল নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

বিক্ষোভ-সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন, বাংলাদেশ সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান হেফাজত নেতারা।

এদিকে হেফাজতের বিক্ষোভ সমাবেশের কারণে পল্টন এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। সমাবেশকে ঘিরে পুলিশসহ সাদা পোশাকের ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে।

 

সুত্রঃ সোনালীনিউজ

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার