July 30, 2021, 12:41 pm

creativesoftbd.com
শিরোনামঃ

বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে শেখ হাসিনার নির্দেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সহানুভূতি জানানোর নির্দেশ দেন।

নেপাল থেকে নিহতের মরদেহ বাংলাদেশে আনা হলে দলে ভাগ হয়ে স্বজন হারানো পরবারগুলোর খোঁজ-খবর নেওয়ার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সিঙ্গাপুরের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী। দেশে ফিরে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধায় গণভবনে দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে দলের নেতারা আরও জানান, এবার নেত্রী ভিন্ন প্রেক্ষাপটে দেশে ফিরেছেন। শোকাচ্ছন্ন বিমর্ষ মুখে তিনি আমাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই বিষয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলা বলেন, সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তিনি শোকাহত পরিবারগুলোকে সহানুভূতি জানাতে এবং পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে ৪ দিনের সফরে রোববার তিনি সিঙ্গাপুর যান। আগামী বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার পরপরই তিনি সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করেন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার