July 30, 2021, 12:44 pm

creativesoftbd.com
শিরোনামঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকা ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জন আহত হওয়ার পাশাপাশি আরও তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ ২ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু মাঝ নদীতে যাওয়ার পর নৌকাটি পানিতে ডুবে যায়।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার