June 20, 2021, 2:58 am

creativesoftbd.com

ভ্যানচালক সেজে আসামিকে ধরলেন এসআই

কুষ্টিয়ার কুমারখালীতে সিনেমা স্টাইলে ভ্যানচালক ছদ্মবেশে আরিফ কারিগর (৪৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন কুমারখালী থানার এসআই শিমুল।

শুক্রবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে। তিনি জিআর মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার আসামি।

এসআই শিমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরিফ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সুত্রঃ যুগান্তর

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার