June 21, 2021, 12:12 am

creativesoftbd.com

মানহানির ১১ মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান

ঢাকাঃ- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মানহানির ১১টি মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।  

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আদেশ দেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, মানহানির অভিযোগে সিলেট, সুনামগঞ্জ, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা দায়ের হয়।এর আগে গত ২৯ জুলাই সুনামগঞ্জে হওয়া  মানহানির এক মামলায় মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

সোমবার আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদনের পক্ষে  শুনানি করেন আইনজীবী এ জে মুহাম্মাদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসিরুল্লাহ।এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার