June 24, 2021, 1:10 am

creativesoftbd.com

মৌলভীবাজারে করোনায় সম্মুখ যোদ্ধাদেরকে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান

মৌলভীবাজারে করোনায় সম্মুখ যোদ্ধাদেরকে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধিঃ কোভিট ১৯ বৈশ্বিক করোনা দূর্যোগে আক্রান্তদের সেবাদানে নিয়োজিতদের করোনা যোদ্ধা হিসেবে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমদের সভাপতিত্বে ও ক্ষুদে বিজ্ঞানী এস এম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ ভৌমিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমেদ, বিশিষ্ট গবেষক ও ব্যংকার ড. মোঃ আবু তাহের, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ফায়ার সার্ভিস মৌলভীবাজার এর স্টেশন ম্যানেজার জালাল আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, বিশিষ্ট সমাজসেবক রুবেল উদ্দিন, বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব।
এছাড়া বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক বাংলার দিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মাদমুদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি প্রণয় দেব চয়ন, বাংলাদেশ প্রেস ক্লাব সদর উপজেলা আহবায়ক মুফাদ আহমদ মুরাদ, মামুন আহমেদ, আলম, রুবেল প্রমূখ।
অনুষ্টানে অতিথিবৃন্দ মহামারী করোনা দূর্যোগের সময় করোনা আক্রান্ত মৃতদেহ দাফন-কাপনে অংশগ্রহণকারী বেসরকারী কয়েকটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেন। সার্বিক সহযোগিতা, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা ও সোহেল আহমেদ রাজু সদস্য মিশিগান মহানগর আওয়ামীলীগ সভাপতি :রাজু ফাউন্ডেশন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার