June 24, 2021, 1:06 am

creativesoftbd.com

মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ বিল ৪ গুণ বেশী, অফিসের সামনে মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে মিটার বিলে ৪ গুণ বেশী বিল বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

কয়েকটি গ্রামের গ্রাহক অভিযোগ নিয়ে জড়ো হন জোনাল অফিস মৌলভীবাজারে। গ্রাহকরা তাদের পূর্ণ মিটার বিলের সাথে নতুন বিল ৪ গুণ বেশী দেখা যায়।
মৌলভীবাজার সদর উপজেলা ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আতাইনগিরি গ্রামের একজন গ্রাহকের বিদুৎ বিলের কাগজ জোনাল অফিস নেওয়া হলে ১ হাজার ৯ শত পঁনের টাকার বিল সংশোধন করে ৪শত ৬২ টাকা করে দেওয়া হয়। আরেকজন গ্রাহকের বিদ্যুৎ বিল ১হাজার ৪ শত পঁনের টাকা থেকে সংশোধন করে ৩শত ৮১ টাকা করে দেওয়া হয়।
এভাবে শতাধীক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকরা উপস্থিত হন।
পরে জোনাল অফিস থেকে বাড়তি বিদুৎ বিল সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন।
(০৫ জুলাই) রবিবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস মৌলভীবাজারে বাড়তি বিল নিয়ে গ্রাহকরা উপস্থিত হন।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার