June 18, 2021, 11:00 am

creativesoftbd.com

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রে আঘাতে হেনেছে বছরের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাজ্যটিতে। এর ফলে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।
জানা গেছে, মাত্রা হিসেবে এটিই হচ্ছে ২০২০ সালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। ফলে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার