June 17, 2021, 12:34 am

creativesoftbd.com

লেগুনা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে নুসরাত জাহান ঝুমা (১৯) নামে ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে  দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।

ঝুমা কুমিল্লার মুরাদ নগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে। ঢাকায় দনিয়ার নূরপুর এলাকায় থাকতেন।

ঝুমার বড় বোন জেবুন্নেসা বাংলানিউজকে জানান, ঝুমা ইডেন কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীতে পড়তেন। সোমবার দুপুরে ক্লাস শেষে লেগুনায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দনিয়া বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি।

এতে মাথায় প্রচণ্ড আঘাত পান ঝুমা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢামেক হাসপাতালে, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া বলেন, ঝুমার মরদেহ এখন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার