June 19, 2021, 11:17 am

creativesoftbd.com

সম্পন্ন হল রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল এর আয়োজনে ডিস্টিক্ট অফিসিয়ালদের রিসিপশন

সম্পন্ন হল রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল এর আয়োজনে ডিস্টিক্ট অফিসিয়ালদের রিসিপশন

মৌলভীবাজার প্রতিনিধিঃ  রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্টালের আয়োজনে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর তিন ঘটিকায় স্থানীয় দিল্লি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হলো সকল ডিস্টিক্ট অফিসিয়ালদের আনুষ্ঠানিক রিসিপশন ।

রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল এর সভাপতি রোটারেক্টর মিজু আহমেদ রনি এর সভাপতিত্বে ও রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল এর জয়েন্ট সেক্রেটারি রোটারেক্টর রনি আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সম্মানিত ডেপুটি গভর্নর রোটারিয়ান আলহাজ্ব এ এইচ এম সাহাবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট ও রোটারেক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান জুনেদ আহমদ খান, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডিস্ট্রিক্ট 3282 এর সম্মানিত ডি আর আর এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন । এছাড়াও উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল এর পাস্ট প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট 3282 এর সম্মানিত ডি আর আর ফাউন্ডেশন কমিটির মেম্বর মো ফয়ছল আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের পিপি রোটারেক্টর ওবায়দুর রহমান, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের পিপি ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারেক্টর এস এম কামরুজ্জামান সৈকত, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের পিপি ও এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারেক্টর দুলাল হোসেন জুমান, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের আই পি পি ও ডিস্ট্রিক্ট জোনাল রিপ্রেজেন্টেটিভ রোটারেক্ট বাবলু আহমেদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর পিপি ও ডিস্ট্রিক্ট রিজলান রিপ্রেজেন্টেটিভ রোটারেক্ট সুহানুর রহমান জয়, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর আই পি পি ও ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি রোটারেক্টর সিহাবুর রহমান, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজের সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট কালচারাল কমিটির সেক্রেটারি তানভীর খান, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজের ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট জোনাল সেক্রেটারি সালমান আহমেদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি লিটন ও রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সেক্রেটারি, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের সেক্রেটারি রোটারেক্টর শেখ জুনেদ আহমদ, সুলতানুল ইসলান, রোটারেক্টর রনি আহমদ,বাবর,মোস্তাকিম,সাকিল,জয়নাল,সুমন,মোজাফফর, মবলু,ইমরান, জামাল প্রমুখ ছাড়াও বিভিন্ন সংবাদকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।

পরিশেষে এক ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রল কতৃক আয়োজিত মৌলভীবাজারের সকল ডিস্টিক্ট অফিসিয়ালদের আনুষ্ঠানিক রিসিপশন ।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার