June 22, 2021, 9:33 am

creativesoftbd.com

সিলেটে ইভিএম ২টি কেন্দ্রে বিজয়ী আরিফুল হক চৌধুরী

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) ২টি কেন্দ্রে বিজয়ী হয়েছে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। নগরীর আম্ভরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৫ ও ৬ নং ভবনের ইভিএম ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বিকেল ৫টায় এ ২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

পুরুষ কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ৭৫১। দ্বিতীয় স্থানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ৩৫১

এছাড়া মহিলা কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট।
এ দুই কেন্দ্রের ফলাফলে আরিফের প্রাপ্ত ভোট ১৩০৮, অন্যদিকে কামরানের প্রাপ্ত ভোট ৫৬৬।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার