June 16, 2021, 10:52 pm

creativesoftbd.com

সিলেটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত,

সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তিনটি ট্রাকে আগুন ধরানো ছাড়াও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। রাস্তায় বিক্ষোভ করেন শত শত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

সোমবার রাত ১০টার দিকে নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত সজিব ও লুৎফুর সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যায়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন মিয়া ফাজিলচিস্ত এলাকায় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ ছাড়াও বেশকিছু গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে। তবে রাস্তায় জনতার বিক্ষোভ রাত সাড়ে ১১টায়ও অব্যাহত ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার