June 18, 2021, 1:46 am

creativesoftbd.com

সিলেট জনসভা থেকে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি।।

সিলেট জনসভা থেকে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি।।
—————————————————————
জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু হচ্ছে সিলেট বিভাগ থেকে। সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব খবরটি নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান আ স ম আব্দুর রব।

জেএসডি সভাপতি বলেন, প্রথমে আমরা সিলেটে হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারত করব, এরপর সেখানে জনসভা হবে। সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিভাগ ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া জেলা পর্যায়েও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

সাবেক এ ছাত্রনেতা বলেন, আজকে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠন হয়েছে। বুধবার আবারও বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে। এ ছাড়া অন্যান্য কর্মসূচির বিষয়ে বুধবার জানানো হবে।

আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আশা করি, কোনো ধরনের বাধা দেওয়া হবে না। আমরা সরকারের কাছ থেকে সেই সহযোগিতা চাই’ যোগ করেন আ স ম রব।

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সমন্বিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক আজ দুপুর সোয়া ১২টায় শুরু হয়ে চলে সোয়া ৩টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডি নেত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার