June 16, 2021, 7:11 pm

creativesoftbd.com

সৌদি আরবের জেদ্দা তায়েফ রোডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

মোঃ শরিফ আহমেদ সৌদিআরব প্রতিনিধিঃ

১৬.৮.২০১৮ রোজ বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা তায়েফ রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত। 

(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিওন)
এবং গুরুতর আহত হয়ে মা এবং ছেলে কিং আব্দুল আজিজ হসপিটালের ICU তে চিকিৎসাধীন আছে।
পরিবারের ৬ জন সদস্য জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মশিউর রহমান সেলিম (৪৭)
এবং উনার তিন কন‍্যা সায়মা / সিনথিয়া / সাবিহা নিহত হন।

নিহতের পিতাঃ মৃত অহিদুর রহমান গ্রামঃ সাঈদ ভাঙ্গা থানাঃ সন্ধীপ , জেলা – চট্রগ্রাম

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার