June 24, 2021, 3:46 am

creativesoftbd.com

২৯ সেপ্টেম্বর সমাবেশ হবেই বলে ঘোষণা দিয়েছেনঃ মির্জা ফখরুল ইসলাম

ঢাকাঃ অনুমতি না পেলেও ২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ হবেই বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ থেকে আন্দোলন-নির্বাচনের দিক-নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের পরামর্শে ২৭ থেকে ২৯ তারিখে নিয়ে যাওয়া হয়েছে সমাবেশ। কিন্তু এখনও অনমুতি মেলেনি। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সমাবেশ নিয়ে সংঘাতময় বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ নেতারা।

creativesoftbd.com

     আজকের খবর বিডি কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  

জরুরি সেবা ফোন নাম্বার